পরম দয়াময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করিতেছি
শুভ সংবাদ
নিরাশ হইওনা কভু আধাঁর দেখে
আশাধারী হও শীঘ্র আলো আসিবে।
হে জগদ্বাসী, হে দুঃখী-তাপি-কাঙ্গাল, হে আশা-বঞ্চিত মানুষ, সবার জন্য শুভ সংবাদ। কাহার পক্ষ হইতে এই শুভ সংবাদ? যাঁহার আসমানের নীচে ও জমিনের উপর আমরা বসবাস করিতেছি তাঁহার পক্ষ হইতে এই শুভ সংবাদ। সেই মহীয়ান ও গরীয়ান প্রভু মানব জাতির দুঃখ দূর করিবার জন্য, বঞ্চিত মানুষের আশা পূরণ করিবার জন্য, মানব জাতির সকল প্রকার কলহ-বিবাদ-বিচ্ছেদ মিটাইয়া দিবার জন্য, সকল মতানৈক্যর মীমাংসা করিবার জন্য, পাপীদিগের পাপ ক্ষমা করিবার জন্য, অসৎ চরিত্রকে চরিত্রবান করিবার জন্য, অপবিত্রকে পবিত্র করিবার জন্য পুনরায় ব্যবস্থা গ্রহণ করিয়াছেন। এমন কোন মানুষ আছে কি যাহার জীবন সেই স্রষ্টা দান করেন নাই বা যাহার মৃত্যু সেই স্রষ্টার হাতে নাই? এমন কোন মানুষ আছে কি যাহার যথাসর্বস্বের মালিক সেই প্রভু নন? সুতরাং এমন কোন বুদ্ধিমান মানুষ থাকিতে পারে কি যে আপন প্রাণের চাইতেও সেই প্রভুকে বেশী ভাল না বাসে? কাজেই যে কোন দেশবাসী বা যে কোন ভাষাভাষীই হোক না কেন প্রত্যেকের প্রাণেই সেই প্রভুর প্রতি ভক্তি ও ভালবাসা অবশ্যই আছে। কিন্তু তাহা গোপনে লুক্কাইত আছে। তাই অজ্ঞতা বশতঃ মানুষ মনে করে স্রষ্টা হয়ত নাই বা তিনি বহু দূরে। কেহ ভাবে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ স্থাপন করা বা সম্বন্ধকৃত হওয়া মানুষের পক্ষে অসম্ভব। সেই জন্যই সৃষ্টিকর্তা যুগে যুগে কোন একজন বান্দার মাধ্যমে আপন পরিচয় জ্ঞাপন করতঃ পুনঃ যোগাযোগ স্থাপন করিয়া সৃষ্ট দাসদের ভ্রান্ত ধারণা খ-ন করেন।
অতএব সেই একক ও অদ্বিতীয় প্রভুর পক্ষ হইতে আমি সমস্ত মানব ভাইকে ডাকিতেছি। আপনারা প্রভুর সেই ব্যবস্থাকে গ্রহণ করিবার জন্য প্রস্তুত হউন এবং সেই জন্য আপনারা সর্বসাধারণ ও সরকারের যৌথ উদ্যোগে এক সভার আয়োজন করুন। সে সভায় সৃষ্টিকর্তা তাঁহার মনোনীত দাসের কণ্ঠে ভাষণ দান করিবেন। উক্ত দাসের মাধ্যমে তিনি সকল সমস্যা সমাধানের ব্যবস্থা করিবেন। উক্ত দাসের মাধ্যমে পাপীদিগকে তিনি ক্ষমা করিবেন, অপবিত্রকে পবিত্র করিবেন, অধঃপতিত মানব জাতিকে তিনি উদ্ধার করিবেন। আপনারা এই ধরাধামে শান্তি নিকেতন বা স্বর্গ-সুখ ভোগ করিতে পারিবেন। সেই মনোনীত দাস তিনি যে কেহ হোন সভাস্থলে তাঁহাকে উপস্থিত পাইবেন। এই ব্যাপারে আমি অটল বিশ্বাসী। তাই আমি আমাকে জামানত রাখিয়া সকল ভাইকে ডাকিতেছি এবং প্রতিশ্রুতি দিতেছি যদি আপনারা উক্ত মানুষ না পান তবে আমার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা গ্রহণ করিবার অধিকার আপনাদের থাকিবে। আর যদি কোন ভাই মানব জাতির কল্যাণের জন্য ইহার চাইতে উত্তম অপর কোন ব্যবস্থা দেখাইতে পারেন, তাহা হইলে দয়া করিয়া আমাকে সে দিকে ডাকুন। আমি তাহার পশ্চাতে তাহার নির্দেশ মানিয়া চলিব। কিন্তু যদি তিনি কৃতকার্য হইতে না পারেন, তাহা হইলে তাহার বিরুদ্ধেও যে কোন ব্যবস্থা গ্রহণ করিবার অধিকার প্রদান করিতে হইবে। এখন যদি আমার এই ডাকে কোন ভাই সাড়া না দেন অথবা আমাকে না ডাকেন, তাহা হইলে বুঝিব আপনি গড়ল, আপনি ঝগড়া বিবাদে থাকিতে পছন্দ করেন এবং কোন মীমাংসা আপনি চান না। ইতি-
তারিখ – ২০ ভাদ্র, ১৩৮০ বাং, ৬ সেপ্টেম্বর, ১৯৭৩ খ্রিঃ।