* ব্যক্তি, সমাজ, দেশ তথা সারা বিশ্বের মানুষের জন্য ইহকালের শান্তি ও পরকালের মুক্তি অর্জনই এই সমিতির মুখ্য উদ্দেশ্য।
* যেহেতু একতা ছাড়া কোন কাজই সুষ্ঠুরূপে সম্পাদন করা যায় না, সেইহেতু এই সমিতির মুখ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকল মানুষকে একতাবদ্ধ করা এই সমিতির একটি প্রধান উদ্দেশ্য।
* আর যেহেতু ইহকালের শান্তি ও পরকালের মুক্তি অর্জনই এই সমিতির মুখ্য উদ্দেশ্যÑ পরকালের মুক্তি বর্জিত শুধু ইহকালের শান্তি অথবা ইহকালের শান্তি বর্জিত শুধু পরকালের মুক্তি অর্জন এই সমিতির উদ্দেশ্য নহেÑ সেইহেতু এই সমিতির প্রধান লক্ষ্য হইল এমন এক ব্যক্তিকে অনুসন্ধান ও সর্বসম্মুখে প্রকাশ করা যিনি বিশ্বের সকল মানুষের জন্য ইহকালের শান্তি ও পরকালের মুক্তি অর্জনের সুনিশ্চিত পথ প্রদর্শন করতঃ এই কাজের দায়িত্ব স্বীয় স্কন্ধে বহন করিতে পারেন।
* আর যেহেতু বর্তমান পৃথিবীতে বহু ধর্ম ও বহু মতবাদ বিদ্যমান এবং প্রত্যেক ধর্ম ও মতবাদ আবার বহু শাখা ও প্রশাখায় বিভক্ত এবং যেহেতু প্রত্যেক ধর্ম ও মতবাদের অনুসারীগণই নিজদিগকে সঠিক বলিয়া দাবী করে, সেইহেতু বিশ্বের সকল ধর্মের ও মতের প্রতিনিধিত্বকারী প্রধান প্রধান ব্যক্তিবর্গকে একত্র সমাবেশ করতঃ আলাপ আলোচনার মাধ্যমে সঠিক ধর্ম বা মতবাদ কোন্টি তাহা নির্ণয় করিয়া সর্বসাধারণের মধ্যে প্রকাশ করা এই সমিতির প্রধান দায়িত্ব।