বহুবার সংঘটিত, বহুল আলোচিত অতি পুরাতন অতি সহজ ও স্বাভাবিক ঘটনা। অথচ যখনই ঘটে এবং যতবারই ঘটে প্রতিবারই পৃথিবী অবাক বিস্ময়ে তাকায়! জ্ঞানী-গুণী-সুধীবৃন্দ একে অপরের তত্ত্ব বিশ্লেষণে আত্মহারা! সুতরাং তাদের পরিম-লের বহির্ভূত অপর কোন তত্ত্বের তত্ত্ব লওয়া তাদের জন্য মর্যাদাহানিকর! রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের প্রেমে মত্ত! সুতরাং এহেন প্রেমের তত্ত্ব ছাড়া অপর কোন তত্ত্ব লওয়ার ফুরসত তাদের কই! রাজা-মহারাজা-অমাত্যবর্গ দেশ ও দশের কল্যাণ-বিরোধী দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের উৎখাত করে দেশকে পরিশুদ্ধ করার মহান ব্রতে ব্রতী! এ মহান ব্রতের মোহ ভাঙ্গার মত দ্বিতীয় ঘটনা কি আর এমন ঘটতে পারে! শ্রদ্ধেয় পীরবুজুর্গ-আলেম-ফাজেল-ঠাকুর-পুরোহিত-যাজকবৃন্দ শতাব্দীর পুঞ্জিভূত কুসংস্কারের অলৌকিক কেচ্ছাকাহিনী যাদের বিশ্বাসের মূল, সত্যের প্রথম আলোকচ্ছটাই তা ধূলিসাৎ হয়ে যায় দেখে ক্রোধে অন্ধ হয়ে পড়েন। সুতরাং অন্ধ আর কিভাবে ঘটনার মূল দেখতে পাবেন? কিন্তু ঘটনাটি যখন ঘটেই যায় অর্থাৎ সকল বাধা-বিপত্তি অতিক্রম করে মহামহীরূহে পরিণত হয়ে ফল ও ফুল প্রদান করতে থাকে, তখন শত্রু-মিত্র ছোট-বড় সবাই তার মহত্বে ও বিরাটত্বে অভিভূত হয় এবং তার সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে শান্তি ও নিরাপত্তার ঈপ্সিত স্বাদ ভোগ করতে সক্ষম হয়। এমনি ঘটনার বিষয়কে কেন্দ্র করেই বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি, বাংলাদেশ এর সভাপতি এ পুস্তকে প্রবন্ধসমূহ প্রকাশ করেছেন। উপস্থাপনা বিভিন্ন হলেও প্রবন্ধগুলির মূল সুর একই। এ প্রবন্ধগুলি পাঠক পাঠিকার হৃদয়ে পক্ষে বা বিপক্ষে যে কোন প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারলে বুঝব আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।